ফেনী ইউনিভার্সিটির একাডেমিক ও গবেষণা ভিত্তিক প্রকাশনা “ফেনী ইউনিভার্সিটি জার্নাল” এর তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল ২৮ জানুয়ারি মঙ্গলবার ইউনিভার্সিটির বি-২০২ রুমে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ফেনী ইউনিভার্সিটির উপাচার্য ও ফেনী ইউনিভার্সিটি জার্নালের প্রধান সম্পাদক প্রফেসর ড. এম জামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান জনাব আবদুর রাইস কাইজার।
ফেনী ইউনিভার্সিটি রিসার্চ সেলের সহকারী পরিচালক ও জার্নালের নির্বাহী সম্পাদক জনাব হাসান আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্টার মোঃ ফরহাদুল ইসলাম, কলাও সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর ডঃ নূর মোহাম্মদ, ডেপুটি রেজিস্টার মোঃ শাহ আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক মোঃ আবুল কাশেম, ব্যবসায় প্রশাসন অনুষদের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক কাজী মনিরুল আলম, প্রক্টর মোহাম্মদ আয়াতুল্লাহ ও ছাত্র উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ আল ইউনুস সহ অত্র ইউনিভার্সিটি অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
উক্ত জার্নালের নির্বাহী সম্পাদক হাসান আহমেদ জানিয়েছেন, ফেনী ইউনিভার্সিটি জার্নাল(তৃতীয় সংখ্যা) একটি পিয়ার রিভিউ জার্নাল, যা সমস্ত একাডেমিক মান বজায় রেখে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপকদের কাছ থেকে ২৬ টি গবেষণা পত্র ও প্রবন্ধ প্রাপ্তির পর ব্লাইন্ড রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে সর্বশেষ ১৪ টি প্রবন্ধ গবেষণা পত্র নির্বাচন করে প্রকাশিত হয়। এই সংখ্যায় প্রথমবারের মতো ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নাম্বার যুক্ত করা হয়েছে। ফলে ফেনী ইউনিভার্সিটি জার্নাল একটি আন্তর্জাতিক মানের জার্নাল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। বর্তমানে এটি ফেনী ইউনিভার্সিটির শিক্ষার মান উন্নয়ন ও গবেষণার উৎকর্ষের একটি মাইলফলক হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া উক্ত অনুষ্ঠানের অন্যান্য বক্তারা বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা কার্যক্রমের যথাযথ গুরুত্ব তুলে ধরেন এবং গবেষণার প্রতি সকল শিক্ষার্থীকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একাডেমিক গবেষণাকে আরো সমৃদ্ধ করতে এইরকম জার্নাল ভবিষ্যতে আরো বেশি প্রকাশিত হবে বলে জানিয়েছেন তারা।