 
																
								
                                    
									
                                 
							
							 
                    গাজীপুরের টঙ্গী ৫৭ নং ওয়ার্ডের হোন্ডা রোড এলাকায় আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। এছাড়া সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মোঃ রাশেদুল ইসলাম কিরণ।
নেতাকর্মীরা সমাবেশে বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের অধীনে তারা মুক্তভাবে কথা বলতে পারেননি। মিথ্যা মামলা ও হয়রানির মাধ্যমে ভিন্নমতকে দমন করা হয়েছে। বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি গণতন্ত্রের প্রতীক।
দোয়া মাহফিলে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।