 
																
								
                                    
									
                                 
							
							 
                    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা স্লোগান তুলেছি গোলামি নয়, আজাদী-আজাদী। ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, দিল্লি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা শহীদ আবরার ফাহাদের পথ ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমরা নতুন সংবিধান এবং বিচার ও সংস্কার না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি।
বুধবার বিকেল সাড়ে ৩টায় বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে এনসিপি আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আমরা আবরার ফাহাদের পথ ধরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আবার যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিকপক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধেও দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এই কুষ্টিয়ায় আমার ১৪ জন ভাই শহীদ হয়েছেন। এই কুষ্টিয়ার মাটি শহীদদের রক্তে রঞ্জিত মাটি। এই কুষ্টিয়ার মাটিতে শহীদ আবরার ফাহাদ শায়িত রয়েছেন। আমরা সেই আবরার ফাহাদের কথা বলছি, যিনি বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য, আগ্রাসন এবং আধিপত্যের বিরুদ্ধে কথা বলার জন্য, বুয়েটের হলে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হয়ে শহীদ হন। আমরা সেই শহীদ আবরার ফাহাদের উত্তরসূরী।
তিনি আরো বলেন, যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারতো না, তখন শহীদ আবরার ফাহাদ ফেসবুকে বাংলাদেশ বিরোধী পানি চুক্তির বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, বাংলাদেশের পক্ষে কথা বলেছেন। তিনি কথা বলেছেন, আমাদের নদীর পানির হিস্যা নিয়ে।
এ পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এরআগে দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রাইডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় কুষ্টিয়ায় এনসিপির ৮ম দিনের পদযাত্রা। এ সময় এনসিপির নেতাকর্মীরা সেখানে ফাতেহা পাঠ করেন এবং শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন। এছাড়া বেলা ১১টায় কুষ্টিয়া শহরের একটি হোটেলে জুলাই শহীদদের পরিবারদের সাথে মতবিনিময় করেন এনসিবির নেতৃবৃন্দ।