 
																
								
                                    
									
                                 
							
							 
                    বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদযাপন চলছে। এ উপলক্ষ্যে চীনের আনহুই জাদুঘর ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সোমবার উদ্বোধন করা হয়েছে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন লবিতে চীনের ৫,০০০ বছরের পুরোনো লিংজিয়াতান সংস্কৃতির ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতিকে উপস্থাপনের উদ্দেশ্যে নিদর্শনের রেপ্লিকা ও আলোকচিত্র প্রদর্শনী।
প্রধান অতিথি হিসাবে প্রদর্শনীর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন চীনের আনহুই প্রদেশের ভাইস গভর্নর সান ইয়ং, সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান, বাংলাদেশ-চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণযোগাযোগ কেন্দ্রের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী ও বাংলাদেশে চীন দূতাবাসের সাংস্কৃতিক পরামর্শদাতা লি শাওপেং। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব।
১৯৮৭ সালে আনহুই প্রদেশের হানশান কাউন্টির টংঝা শহরের লিংজিয়াতান গ্রামে একটি প্রাগৈতিহাসিক স্থান আবিষ্কৃত হয়। স্থানটি পাঁচ হাজার বছরেরও বেশি পুরোনো ও প্রায় ১.৪ মিলিয়ন বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। আনহুই প্রদেশের এই প্রত্নতাত্ত্বিক স্থানটি প্রাচীন চীনের অন্যতম বৃহৎ ও প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের মধ্যে তালিকাভুক্ত।
চীনের প্রাচীন যুগ লিংজিয়াতান সংস্কৃতির জেড খোদাই শিল্প, সমাধি সংস্কৃতি, ধর্মীয় প্রতীক ও আচার-অনুষ্ঠান। এ প্রদর্শনীতে ৩৮ (আটত্রিশ) টি নিদর্শনের রেপ্লিকা আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের মতে, লিংজিয়াতান সংস্কৃতি ছিল চীনা সভ্যতার অন্যতম সম্প্রদায়, যেখানে সামাজিক স্তরবিন্যাস, আচার-অনুষ্ঠান, কৃষি ও হস্তশিল্পের বিকাশ স্পষ্টভাবে দৃশ্যমান। প্রদর্শনীতে আলোকচিত্রের মাধ্যমে এই প্রাগৈতিহাসিক সমাজের জীবনযাত্রা, আচার-অনুষ্ঠান ও শিল্প ঐতিহ্য উপস্থাপন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ জাতীয় জাদুঘরের ৪৪ নম্বর গ্যালারির চায়না কর্নারে ১৫টি নিদর্শন দর্শনার্থীদের জন্য নতুনভাবে সংযোজন করা হয়।
প্রদর্শনীটি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত শনিবার থেকে বুধবার সকাল ১০.৩০ মিনিট থেকে বিকাল ৫.৩০ মিনিট ও শুক্রবার বিকাল ২.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন প্রদর্শনী বন্ধ থাকবে।