আজ ১ সেপ্টেম্বর, সোমবার নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন অগ্রাধিকার এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। তাঁরা বলেন, জনসাধারণের সমস্যা তুলে ধরা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করাই গণমাধ্যমের মূল কাজ।
সাংবাদিকদের গঠনমূলক মতামতকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ এবং উন্নয়ন অগ্রযাত্রার সহযাত্রী।” তিনি আরও বলেন, “প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি উন্নত ও উন্নয়নমুখী জেলা গড়ে তোলা সম্ভব।” তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, নেত্রকোণার উন্নয়নে সকলে মিলেমিশে কাজ করতে হবে।
সভায় নেত্রকোণার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।