সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সামাজিক বিজ্ঞান অনুষদ কমিটি গঠিত
আহ্বায়ক তৌকির আহমেদ ও সদস্য সচিব সাজু আহমেদ
আজ ২৯ জানুয়ারি ২০২৫ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইভান তাহসীব এবং সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য পঙ্কজনাথ সূর্য। সভায় সর্বসম্মতিক্রমে তৌকির আহমেদকে আহ্বায়ক ও সাজু আহমেদকে সদস্য সচিব করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সমাজবিজ্ঞান অনুষদের ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য পঙ্কজনাথ সূর্য বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী এসময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। এই বাস্তবতায় ছাত্র রাজনীতির আদর্শিক ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি ভূমিকা রাখবে বলে আমরা আশা রাখি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল রক্ষার আন্দোলন, পাঁচ হাজার টাকা উন্নয়ন ফি বাতিলের আন্দোলন, ২৭/৪ ধারা বাতিলের আন্দোলন, খাদিজাতুল কুবরার মুক্তির আন্দোলন, অবন্তিকা হত্যার বিচারের দাবীতে আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানসহ সমস্ত আন্দোলনে আমাদের সংগঠন শিক্ষার্থীদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভয়মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, শিক্ষার অধিকার ও মনুষ্যত্ব রক্ষার আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা তার ভূমিকা অব্যাহত রাখবে।”
আহ্বায়ক কমিটির সদস্য: সদস্য সচিব তৌকির আহমেদ, সাধারন সদস্য, সাজু আহমেদ, খাদিজা তুল কুবরা, জুনায়েদ ইসলাম, দীপঙ্কর রায়, খিজির আল সিফাত, নাজিব মাহমুদ, জাহিদ হাসান।