1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা
শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

অভিনয় ছাড়ার পেছনের কারণ জানিয়েছেন রিয়ানা

ইমরান হোসেন (রাজ), সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

রিয়ানা বলেন, চলচ্চিত্রের কিছু প্রযোজক আর পরিচালকের ব্যক্তিগত আক্রোশের শিকার আমি। আমাকে বিভিন্নভাবে হামলার হুমকি দিয়ে আসছিলেন তারা। কয়েক বছর আগে থেকেই সিনেমা জগত থেকে সরে আসি এদের কারণেই। এসব মানুষ আমার উপর মানসিক ও শারীরিকভাবে অনেক আঘাত করেছেন।

প্রযোজকদের এসব জঘন্য কার্যকলাপের জন্য আমি সিনেমা জগত ছেড়ে বর্তমানে লন্ডনে বসবাস করছি। কিন্তু কেন কিছু পরিচালক ও প্রযোজক তাকে শারীরিক ভাবে হেনস্থা করছেন এবং ওই পরিচালক ও প্রযোজক কারা এই প্রশ্নের উত্তর দেয়নি রিয়ানা।

রিয়ানা আরো বলেন, আমি অনেক স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশ ফিল্ম ইন্ডাষ্ট্রি নিয়ে। কিন্তু কিছু উচ্চাভিলাষী কতিপয় সন্ত্রাসী টাইপের কিছু কুলাঙ্গার পরিচালক আমাকে দিনের পর দিন হেনস্তা, হুমকি দামকি এমনকি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানোর চেষ্টা ও করেছেন। আমি এক পর্যায়ে তাদের যন্ত্রণায় অতিষ্ট হয়ে নিজ দেশ ছেড়ে প্রবাসে রয়েছি।

আরিয়ানা আরো বলেছেন, যদি এইসব অসভ্য লোকজন ফিল্ম ইন্ডাষ্ট্রিতে থাকে তবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাষ্ট্রি কখনো উন্নতির স্বর্ণ শিখরে পৌছাতে পারবে না। কিন্তু তিনি ওইসব পরিচালকদের নাম উল্লেখ করে কিছু বলেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Licence No- TRAD/DSCC/210965/2019 and applied for registration.

Community Verified icon
 

Community Verified icon