মৌলভীবাজারে ২০২৫ সালের ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সড়ক নিরাপত্তায় নতুন দৃষ্টিভঙ্গি প্রশাসনের
আলী মোহাম্মদ মঞ্জুর, জেলা [মৌলভীবাজার] প্রতিনিধিঃ
প্রকাশিতঃ
রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
মৌলভীবাজার জেলা ট্রাফিক বিভাগ ২৬ জানুয়ারি রবিবার থেকে ১ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত “ট্রাফিক সপ্তাহ ২০২৫” উদযাপন করছে, যার লক্ষ্য হলো সড়ক শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধি। এ সপ্তাহের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে র্যালি, সেমিনার, সচেতনতামূলক সভা, আইন প্রয়োগ এবং লিফলেট বিতরণ।
ট্রাফিক সপ্তাহের উদ্বোধন
২৬ জানুয়ারি (রবিবার) সকালে মৌলভীবাজার ট্রাফিক অফিসের সামনে এক বিশাল সমাবেশ এবং সচেতনতামূলক শোভাযাত্রার মাধ্যমে ট্রাফিক সপ্তাহের সূচনা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। শোভাযাত্রাটি মৌলভীবাজার কোর্ট রোড থেকে শুরু হয়ে প্রেসক্লাব মোড় হয়ে পুনরায় ট্রাফিক অফিসে এসে শেষ হয়। পরবর্তীতে পুলিশ সুপার ও অন্যান্য অতিথিরা জনসাধারণ এবং যানবাহন চালকদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন,
“আমাদের এই উদ্যোগের উদ্দেশ্য শুধু জরিমানা বা শাস্তি প্রদান নয়, বরং জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা। প্রতিবছর প্রায় ৬ হাজারের অধিক মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে যাতে দুর্ঘটনা কমানো যায়।”
সপ্তাহব্যাপী কার্যক্রম
২৭ জানুয়ারি (সোমবার): চালক ও শ্রমিকদের জন্য সচেতনতামূলক সভা পরিবহন শ্রমিক, বাস-ট্রাক চালক ও হেল্পারদের নিয়ে সড়ক পরিবহন আইন সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। যেখানে ট্রাফিক আইন লঙ্ঘনের শাস্তি, ওভারলোডিং, অনুমোদনহীন যান চলাচল এবং রং পার্কিং সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে।
২৮ জানুয়ারি (মঙ্গলবার): মোটরসাইকেল চালকদের জন্য অভিযান মৌলভীবাজারের গুরুত্বপূর্ণ স্থানে—ডায়াগনস্টিক হাসপাতাল ও ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিতকরণ এবং কাগজপত্র যাচাই করা হবে। এছাড়া, পথচারীদের ট্রাফিক সিগন্যাল মানার বিষয়ে সচেতন করা হবে।
২৯ জানুয়ারি (বুধবার): বাস স্ট্যান্ড ও টার্মিনালে সচেতনতামূলক কার্যক্রম পরিবহন শ্রমিক ও মালিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে, যেখানে যাত্রী নিরাপত্তা, ওজন নিয়ন্ত্রণ, অনুমোদিত রুট অনুসরণ এবং যানবাহন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
৩০ জানুয়ারি (বৃহস্পতিবার): রং পার্কিং ও আইনগত ব্যবস্থা শহরের প্রধান সড়কগুলোতে রং পার্কিং, ফুটপাথ দখল এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
১ ফেব্রুয়ারি (শনিবার): শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মসূচি স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় অবদান রাখার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে এবং তাদের মাঝে লিফলেট বিতরণ করা হবে।
পথচারীদের জন্য: জেব্রা ক্রসিং এবং ফুটওভার ব্রিজ ব্যবহার নিশ্চিত করা আবশ্যক।
চালকদের জন্য: বৈধ লাইসেন্স এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হবে।
ট্রাফিক সপ্তাহের প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা
এ সপ্তাহব্যাপী কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের মধ্যে সড়ক নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। ট্রাফিক বিভাগ আশা করে, এই ধরনের উদ্যোগ দুর্ঘটনা কমাতে সহায়ক হবে। ভবিষ্যতে ট্রাফিক আইন প্রয়োগ আরও কঠোর করা হবে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে।
মৌলভীবাজার ট্রাফিক বিভাগ বিশ্বাস করে, জনগণের সহযোগিতায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।