ঢাকার রাজধানীর সাতরাস্তায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান।
এ ঘটনাকে কেন্দ্র করে বেগুনবাড়ি পোস্ট অফিস থেকে বিএসটিআই মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, সন্ধ্যায় বুটেক্সের আজীজ হলে ছাত্রলীগের এক কর্মীর প্রবেশকে কেন্দ্র করে পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। এরপর উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।
পুলিশ জানায়, বিটাক মোড় এলাকায় বুটেক্স ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। সেখানে এক ঘণ্টার বেশি সময় ধরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটছে।