 
																
								
                                    
									
                                 
							
							 
                    পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সেল। বুধবার (১০ সেপ্টেম্বর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক আহসান হাবীব এই তথ্য নিশ্চিত করেছেন।
সিআইসি থেকে জানানো হয়েছে, জব্দ করা ১২৮ নম্বর লকারটির দুইটি চাবির মধ্যে একটি রয়েছে শেখ হাসিনার কাছে। ব্যাংকটিতে শেখ হাসিনার অ্যাকাউন্টে ১২ লাখ এবং শেখ রেহেনার সঙ্গে যৌথ নামে ৪৪ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে।
তবে পূবালী ব্যাংক জানিয়েছে, গত ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪ অ্যাকাউন্ট জব্দের পাশাপাশি এই লকারও জব্দ করা হয়েছিল।
এদিকে,পূবালী ব্যাংকের এই দাবির সত্যতা নিশ্চিত করেছে দুদকও।