লোহাগাড়ার চুনতিতে বনপুকুর এলাকায় মহাসড়কে মারসা গাড়ীর ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম জাগির হোসেন ( ২৬)। সে ঐ এলাকার বনপুকুর এলাকায় ইসলামী ফাউন্ডেশন কতৃক পরিচালিত গণশিক্ষায় শিক্ষকতা করত এবং সে ঐ এলাকার আবুল ফজল প্রকাশ ভোলা মিয়ার পুত্র।
স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায়, কক্সবাজার মুখি একটি মারসা গাড়ি একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে রাস্তা পাশে খাদে পড়ে যায়, সেই সাথে জাগির হোসেনও ধাক্কা খেয়ে খাদে পড়ে গাড়ির নিচে চাপা পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
প্রায় ঘন্টা খানেক পর ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ প্রশাসন, স্থানীয় লোকজন মিলে বাসটি উদ্ধার করে এবং গাড়ির নিচে হতে জাগির হোসেনকে মৃত উদ্ধার করে। তবে গাড়ীর আর কোন মানুষের মরদেহ পাওয়া যায়নি। স্থানীয় লোকজন বলেন, জাগির হোসন একজন পরহেজগার ও নামাজী মানুষ ছিলেন।
মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গাড়ির চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা যায় নি। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা দীর্ঘক্ষন সড়ক অবরোধ করে রাখে, ফলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।