ঢাকার বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইশরাক হোসেন।
ইশরাক বলেন, তাদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে:
আজ সোমবার রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এক বিক্ষোভ সমাবেশে ইশরাক হোসেন এ কথা বলেন। সমাবেশ আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদল।
ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, এই হত্যার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নাম এসেছে। তাঁদের পুলিশ যেন গ্রেপ্তার না করে, সে জন্য চাপ তৈরি করা হচ্ছে। যাঁরা সন্ত্রাসীদের গ্রেপ্তারে বাধা দেবে, তাঁদেরও প্রতিহত করা হবে।
সমাবেশে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় ‘বেনসন গ্যাং’ সদস্যদের জড়িত থাকার খবরও জানা গেছে। সমাবেশ থেকে গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়।
ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, এই হত্যার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নাম এসেছে। তাঁদের পুলিশ যেন গ্রেপ্তার না করে, সে জন্য চাপ তৈরি করা হচ্ছে। যাঁরা সন্ত্রাসীদের গ্রেপ্তারে বাধা দেবে, তাঁদেরও প্রতিহত করা হবে।
সমাবেশে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় ‘বেনসন গ্যাং’ সদস্যদের জড়িত থাকার খবরও জানা গেছে। সমাবেশ থেকে গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়।
ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ শেষে একই স্থানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যানারে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ‘ইঙ্গিতপূর্ণ’ হাসাহাসিকে কেন্দ্র করে জাহিদুল ইসলামকে (২২) হত্যা করা হয়। জাহিদুল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহে।