শ্রীমঙ্গলের অপরাধ বিরোধী মঞ্চে এক সাহসী নেতৃত্বের গল্প। অপরাধীদের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থান, জনগণের নিরাপত্তায় অক্লান্ত পরিশ্রম এবং নেতৃত্বে দৃঢ়তা—এসব মিলিয়ে এক কথায় তিনি হয়ে উঠেছেন ‘জিরো টলারেন্সের নায়ক’। বলছি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের কথা, যিনি মার্চ মাসের জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
আজ সকালে সিলেট রেঞ্জ অফিসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই স্বীকৃতি প্রদান করা হয়। রেঞ্জের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান ওসি আমিনুল ইসলামের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার পুলিশ সুপারগণ এবং রেঞ্জের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
ওসি আমিনুলের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা অপরাধ দমন, বিশেষ করে মাদকবিরোধী অভিযান, ছিনতাই প্রতিরোধ, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে ব্যাপক সুনাম কুড়িয়েছে। তাঁর কঠোর মনোভাব এবং মাঠপর্যায়ে সরাসরি তদারকি, দ্রুত অভিযানের সিদ্ধান্ত, এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার কৌশল তাঁকে আলাদা করে চিনিয়েছে।
ডিআইজি মুশফেকুর রহমান বলেন,
“ওসি আমিনুল ইসলাম কেবল একজন অফিসার নয়, তিনি একজন বাস্তবিক নায়ক। অপরাধ দমনে তাঁর ‘জিরো টলারেন্স’ নীতি অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।”
সুধীজন বলছেন—শ্রীমঙ্গলের মানুষ আজ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, কারণ তাদের থানায় আছেন একজন সাহসী, সৎ ও নিবেদিতপ্রাণ পুলিশ অফিসার। তাঁর প্রতি এই স্বীকৃতি, শুধু একটি পুরস্কার নয়, এটি বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা ও ভরসার এক প্রতিফলন।