সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান শুরু হয়েছে।
জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা)-এর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে হেলমেটবিহীন মোটরসাইকেল চালক ও আরোহী, তিনজন আরোহীসহ মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন চালানোর মতো বিষয়গুলোতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অভিযানে ধরা পড়া নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্প্রতি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে তরুণদের বেপরোয়া মনোভাব, হেলমেট না পরা ও আইন অমান্য করার প্রবণতা এসব দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সড়ক পরিবহন আইন মেনে চলার বিষয়ে চালকদের মধ্যে সচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, “আমরা কোনোভাবেই বেপরোয়া চালকদের ছাড় দেব না। জননিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ আন্তরিক।” তিনি আরও জানান, জনগণের জানমালের নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না এবং প্রত্যেক চালককে সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন হয়ে নিয়ম মেনে চলতে হবে।
অভিযানের সময় সাধারণ মানুষের প্রতিক্রিয়াও ছিল ইতিবাচক। পথচারীদের অনেকে বলেছেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে, যাতে মানুষ ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হতে পারে।
পরিশেষে বলা যায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার এই উদ্যোগ তখনই সফল হবে, যখন আইন প্রয়োগের পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়বে। মৌলভীবাজার জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকলে ভবিষ্যতের সড়ক হবে আরও নিরাপদ ও সুশৃঙ্খল।