 
																
								
                                    
									
                                 
							
							 
                    ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সম্প্রতি এক সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন, যা কিছুক্ষণ আগে আল জাজিরা আরবি এবং আল জাজিরা মুবারাশার সরাসরি সম্প্রচার করেছে।
বিবৃতিতে তিনি আবারও বলেন, আল জাজিরাকে ইসরায়েল থেকে সংবাদ প্রচারের অনুমতি না দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। তার মতে, আল জাজিরাকে এমন অনুমতি দিলে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
তিনি আরও বলেন, ইসরায়েলে কেউ আল জাজিরা দেখছেন, এমন কাউকে ধরতে পারলে তার বিরুদ্ধে যেন পুলিশ ব্যবস্থা নেয়।
২০২৪ সালের মে মাসের শুরুর দিকে ইসরায়েল সরকার আল জাজিরার সাংবাদিক, প্রযোজক, ক্যামেরাপারসনসহ অন্যান্য কর্মীদের দেশ থেকে কার্যত নিষিদ্ধ করে দেয়।
এরও আগে, ২০২৪ সালের জানুয়ারিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষও পশ্চিম তীরে আল জাজিরার কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে, ফলে প্রতিষ্ঠানটি সেখানে থেকেও কার্যত নিষিদ্ধ হয়।
গত শুক্রবার থেকে ইরানে ইসরায়েলের হামলা শুরু হয়। জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালানো শুরু করে। সেই থেকে পাল্টাপাল্টি হামলা চলছে। এই পরিস্থিতিতে আল জাজিরা নিয়ে ইসরায়েলের অবস্থান আবারো সামনে এলো। এতে তিনি বলেছেন, ইসরায়েলে কেউ আল জাজিরা দেখলেই যেন তাকে পুলিশে দেওয়া হয়।