 
																
								
                                    
									
                                 
							
							 
                    দিনাজপুরের ফুলবাড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলাম ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আগামী ১৯ জুলাই শনিবারের জাতীয় সমাবেশ ও ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রস্তুতিমূলক রেলি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ ১৭ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫ টায় ফুলবাড়ি উপজেলা শাখা জামায়াতের কার্যালয় বাসস্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য রেলি ও বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে এসে জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কর্মসূচি ঘোষণার বক্তব্য প্রদান করে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত ঘোষণা করেন দিনাজপুর জেলা ইউনিট সদস্য মঞ্জরুল কাদের বাবু, অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ফুলবাড়ী উপজেলার জামায়াতে ইসলামের আমির মাওলানা হাবিবুর রহমান,
এ সময় প্রস্তুতিমূলক বিক্ষোভ মিছিল ও সমাবেশে ফুলবাড়ী উপজেলা সেক্রেটারি মনজুরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান, কর্ম পরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি-, ইস্পাহানী সরকার , কর্ম পরিষদ সদস্য মমিনুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য মনিরুজ্জামান, এছাড়াও আল্লামা বিভাগের দায়িত্বশীল বৃন্দ এবং , ফুলবাড়ী পৌরসভা সহ ইউনিয়ন নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।