নেত্রকোণা, ২৮ জুলাই ২০২৫: কেন্দুয়া-আটপাড়া (নেত্রকোণা-৩) আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য এবং কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু অদ্য ২৮শে জুলাই রোজ (সোমবার) নিকুঞ্জ ঢাকার নিজ বাসভবনে শারীরিক অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে কেন্দুয়া-আটপাড়াবাসী একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান জনপ্রতিনিধিকে হারালো।
ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ছিলেন, কেন্দুয়া ও আটপাড়া উপজেলার একজন পরিচিত মুখ এবং জননন্দিত নেতা। তিনি এই আসনের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। এছাড়াও তিনি কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় সরকারের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি তার সততা, নিষ্ঠা এবং আদর্শের জন্য সর্বমহলে সম্মানিত ছিলেন।
সাধারণ মানুষের প্রতি তাঁর অগাধ ভালোবাসা এবং এলাকার উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।
মরহুমের প্রথম জানাজার নামাজ আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় আটপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১২টায় দ্বিতীয় জানাজার নামাজ কেন্দুয়া হাই স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সবশেষে, তৃতীয় জানাজার নামাজ মরহুমের নিজ গ্রামের বাড়ি বলাইশিমুল ইউনিয়নের কছন্দরা গ্রামে বাদ জোহর অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
(বিশেষ দ্রষ্টব্য: কোনো কারণে সময়সূচি পরিবর্তন হলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।)
ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর শূন্যতা কেন্দুয়া-আটপাড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি সৃষ্টি করলো।
কেন্দুয়া-আটপাড়াবাসির শ্রদ্ধা ও ভালোবাসায় তিনি আজীবন তাদের হৃদয়ে বেঁচে থাকবেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।