জেলা প্রশাসক বনানী বিশ্বাস কর্তৃক নেত্রকোণায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নেত্রকোণা, ২৮ জুলাই সোমবার নেত্রকোণায় ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে এক মহতী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
এই মানবিক উদ্যোগের উদ্বোধন করেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব বনানী বিশ্বাস মহোদয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, নেত্রকোণা ডা. মো. গোলাম মাওলা মহোদয়।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রক্তদান কর্মসূচির পাশাপাশি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করা হয়। আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে গণঅভ্যুত্থানের মহান আত্মত্যাগ স্মরণ করা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা পূরণের বার্তা দেওয়া হয়েছে।