কেন্দুয়া-আটপাড়া (নেত্রকোনা-৩) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইফতিকার উদ্দিন তালুকদার (পিন্টু)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কেন্দুয়া প্রেসক্লাব পরিবার।
এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুম ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের একজন নিবেদিতপ্রাণ শুভানুধ্যায়ী এবং সংস্কৃতি ও গণমাধ্যমবান্ধব ব্যক্তিত্ব। তাঁর এই অকালপ্রয়াণে কেন্দুয়া প্রেসক্লাব পরিবার একজন অভিভাবকতুল্য শুভাকাঙ্ক্ষীকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।
প্রেসক্লাব কর্তৃপক্ষ তাঁর অবদান ও স্মৃতি চিরস্মরণীয় করে রাখবে বলে জানিয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।