লোহাগাড়া উপজেলার চুনতিতে হাসান নামে এক ব্যক্তি রেলে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটে ৩১ জুলাই রাত ৯ টার দিকে চুনতি হাফেজিয়া মাদ্রাসার উত্তর পাশে রেল লাইনে। নিহত হাসানের বাড়ী চুনতি হাদুর পাড়ায়। সে ঐ এলাকার ছৈয়দ আহমদ এর পুত্র।
ঐ এলাকার আশরাফ মিয়ার পুত্র মোহাম্মদ রফিক এর সাথে কথা বলে জানা যায়, রাত আনুমানিক ১০.৩০ মিনিটের সময় চুনতি হাফেজিয়া মাদ্রাসার উত্তরে রেললাইনে স্থানীয়রা একজন ব্যক্তির রেলে কাটা পড়া মরদেহ দেখতে পাই এবং তা হাসানের মরদেহ বলে সনাক্ত করেন।
মোহাম্মদ রফিক এই প্রতিবেদককে জানান, হাসানের দেহ রেলে কাটা পড়ে প্রায় চার টুকরা মত হয়ে যায়। স্থানীয়রা আরো ধারণা করেন যে, রাত ৯ টার সময় কক্সবাজার হতে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ” পর্যটক এক্সপ্রেস ” নামক রেলে কাটা পড়ে হাসানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার এমন মৃত্যুতে আত্বীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।