চট্রগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার দক্ষিণ পুটিবিলা ইউনিয়নের সরাইয়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে প্রাণ হারিয়েছে তাওসিফ নামের এক কিশোর। ঘটনাটি ঘটে ০১ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭ টার সময়। সে ঐ এলাকার মোহাম্মদ ইব্রাহীম এর পুত্র সন্তান। স্থানীয়রা জানান, নিহত কিশোরটি বুদ্ধি প্রতিবন্ধি ছিল।
সে সন্ধ্যার সময় বাড়ীর উঠানে গেলে, সেখানে বিষধর সাপ তাকে ছোবল মারে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাড়াতাড়ি করে তাকে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সো নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিশোর তাওসিফ মৃত্যুবরণ করেন। এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।