গভীর ভালোবাসার এক মর্মস্পর্শী ঘটনায় নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পরিবারের ধারণা, এক ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরেই আরেক ভাই মারা গেছেন। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত দুই ভাই হলেন উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল মধ্যপাড়া গ্রামের মো. হাসেন আলী (৫৬) ও মো. হোসেন আলী (৫৬)। হাসেন আলী ছিলেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং হোসেন আলী স্থানীয় একটি স-মিলে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার (৩রা আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে হাসেন আলী হঠাৎ হৃৎক্রিয়া বন্ধ হয়ে মারা যান। হাসেন আলীর মৃত্যুর খবর শুনে তার
জমজ ভাই হোসেন আলী মানসিকভাবে ভেঙে পড়েন এবং কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ই আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে হোসেন আলীও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রতিবেশী ও এলাকার ব্যক্তিবর্গ জানান, এই দুই জমজ ভাইয়ের মধ্যে গভীর সম্পর্ক ছিল, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের ধারণা, একজনের মৃত্যু অন্যজন মেনে নিতে পারেননি, আর এ কারণেই তিনি এত দ্রুত চলে গেলেন।
হাসেন আলী তার পরিবারে সাত ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। অন্যদিকে, হোসেন আলীর পরিবারে, চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। দুই ভাইয়ের জানাজা তাদের নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয় এবং পরে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।
বিজ্ঞ মহল এই মৃত্যুকে স্বাভাবিক বলে মনে করলেও, ঘটনাটি এলাকার মানুষের কাছে অত্যন্ত হৃদয়বিদারক হিসেবে বিবেচিত হচ্ছে।