গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮)। বৃহস্পতিবার, ৭ই আগস্ট রাত সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি গাজীপুরের শহীদ রওশন সড়ক এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তুহিন চান্দনা চৌরাস্তা মোড়ে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন যুবক ধারালো দা ও চাপাতি নিয়ে তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি পাশের ঈদগাহ মার্কেটের একটি চাপের দোকানে আশ্রয় নেন, কিন্তু দুর্বৃত্তরা সেখানে গিয়ে তাকে বুকে, গলায়, কাঁধে ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।