1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈর-ধামরাই সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কান্দাপাড়ায় ঝরল এক প্রাণ সীমান্তে ফের বড় সাফল্য, ১ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালান জব্দ করল ৪৯ বিজিবি অবশেষে যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান: তুরস্কের ঘোষণা যৌন কেলেঙ্কারির জের: ‘প্রিন্স’ মর্যাদা ও রাজপ্রাসাদে ঠাঁই হারাচ্ছেন অ্যান্ড্রু যুদ্ধবিরতির পর গাজায় ২৪ হাজার টন ত্রাণ পৌঁছেছে: জাতিসংঘ প্রবাস নয়, দেশেই ‘কমলা’ চাষে ভাগ্য বদল শার্শার আবু হানিফের কাশি দিয়ে ধরা পড়লেন, খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক যশোরে ফের ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক নেত্রকোনায় সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন তারেক রহমান — প্রস্তুত বিএনপি

নেত্রকোণা বিএনপি’র-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ইউসুফ আব্বাছ টিপু

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫


নেত্রকোণা বিএনপি নেতা এ. এইচ. এম. ইউসুফ আব্বাছ টিপু গণসংযোগে নতুন দিগন্ত সৃষ্টি করে চলেছেন। নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের প্রয়াত সংসদ সদস্য ও শিক্ষানুরাগী হাজী আবু আব্বাছ-তার রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম এবং জনসেবামূলক কাজের কথা আজও সবার মাঝে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।

এরই ধারাবাহিকতায় তার সুযোগ্য পুত্র এ. এইচ. এম. ইউসুফ আব্বাছ টিপু, পিতার রেখে যাওয়া আদর্শকে বুকে ধারণ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন এবং পিতার পথ অনুসরণ করে গণসংযোগ শুরু করেছেন। সাধ্যমত মানুষের বিপদে আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

হাজী আবু আব্বাছ একজন জননেতা ও শিক্ষাব্রতী ১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোণার মৌজেবালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে একজন বিচক্ষণ রাজনীতিবিদ এবং মানব প্রেমী সমাজসেবক ও দেশপ্রেমিক।

তিনি ১৯৯১-১৯৯৬ এবং ২০০৪ সালের উপনির্বাচনে এই আসন থেকে মোট তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। দলীয় সীমানা পেরিয়ে তিনি সব দলের নেতা-কর্মীদের কাছে ছিলেন শ্রদ্ধেয় ও গ্রহণযোগ্যতা সম্পূর্ণ একজন রাজনীতিবিদ। তার রাজনৈতিক দর্শন ছিল—মানুষ ও দেশকে সবার উপরে স্থান দেওয়া।

নেত্রকোণার শিক্ষা বিস্তারে তিনি এক বিশাল অবদান রেখে গেছেন। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—১৯৮৫ সালে প্রতিষ্ঠিত আবু আব্বাছ ডিগ্রি কলেজ। বর্তমানে এটি জেলার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান।

এ ছাড়াও তিনি ৫টি উচ্চ বিদ্যালয়, ৪টি মাদ্রাসা, ১টি মহিলা মাদ্রাসা, ১টি এতিমখানা এবং অসংখ্য প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছেন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তিনি নেত্রকোণা সদর ও বারহাট্টা উপজেলার হাজার হাজার শিক্ষার্থীর জন্য শিক্ষার সুযোগ তৈরি করেন।

তার এই অসাধারণ অবদানের জন্যই তিনি সাধারণ মানুষের কাছে ‘দানবীর’ হিসেবে পরিচিতি হয়ে ওঠেন।
পিতার আদর্শে ইউসুফ আব্বাছ টিপু প্রয়াত হাজি আবু আব্বাস-এর পুত্র ইউসুফ আব্বাছ টিপু এখন পিতার রাজনৈতিক উত্তরাধিকারকে ধারণ করে সামনের দিকে এগিয়ে চলেছেন।

তিনি জনগণের সঙ্গে নিবিড়ভাবে মিশে যাচ্ছেন এবং পিতার জনসেবার ধারাকে অব্যাহত রাখার অঙ্গীকার করছেন। তার এই প্রচেষ্টা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এলাকাবাসী তাদের প্রিয় নেতার প্রতিচ্ছবি হিসেবে ইউসুফ আব্বাছ টিপুকে দেখছেন এবং তার প্রতি সমর্থন জানাচ্ছেন।

নেত্রকোণা-২ আসনের জনগণ আশা করছে যে, হাজি আবু আব্বাছ-এর মতো একজন জনপ্রতিনিধি আবার তাদের নেতৃত্ব দেবেন। তাই পিতার আদর্শকে ধারণ করে আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হয়েছেন।

এই প্রত্যাশাকে সামনে রেখে ইউসুফ আব্বাছ টিপু তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দেশ ও মানব কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করছেন। বিএনপি নেতাকর্মীদের দলের পক্ষ থেকে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে কঠোর বার্তা দেওয়া হয়েছে সেই নির্দেশ মেনেই কাজ করে যাচ্ছেন।

মনোনয়ন প্রত্যাশী জনাব এ. এইচ. এম. ইউসুফ আব্বাছ টিপু বলেন, আমার অঞ্চলে কোন চাঁদাবাজদের ঠাই নাই, যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করবে, যারা চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতির সাথে যুক্ত থাকবে, তাদের এই অঞ্চল থেকে উৎখাত করা হবে। যারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম করার চেষ্টা করবে, আমরা নেত্রকোণাবাসি তাদের কঠোরভাবে দমন করবো এবং আইনানুগ ব্যবস্থা নিবো ইন্শা আল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon