সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ শুক্রবার বিকাল চারটায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের উদাসীনতা ও দুর্বলতার কারণে দেশে সাংবাদিকদের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে। তারা প্রশ্ন তোলেন—“সাংবাদিক হত্যার মতো ভয়াবহ ঘটনায় প্রশাসন এত দুর্বল কেন?”
ইসলামী আন্দোলনের নেতারা আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সত্য প্রকাশে কাজ করেন, আর এজন্য তাদের জীবন দিতে হবে—এটি কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।