ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় রাতভর যৌথ অভিযান চালিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি কেটু মিজান, তার স্ত্রী গোলাপীসহ সাতজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও র্যাব-১।
তুহিন হত্যার মূল পরিকল্পনাকারী কেটু মিজান ও তার স্ত্রীকে গাজীপুরের ভবানীপুর থেকে গ্রেফতার করে জিএমপি গোয়েন্দা (দক্ষিণ) পুলিশ। হত্যায় সরাসরি জড়িত আল-্আমিনকে ঢাকার তুরাগ এলাকা থেকে গ্রেফতার করে জিএমপি বাসন মেট্রো থানা পুলিশ।
স্বাধীনকে আটক করে র্যাব, সুমনকে আটক করে জিএমপি গোয়েন্দা (দক্ষিণ) পুলিশ, শাহজালালকে ময়মনসিংহের গফরগাঁওয়ের চর মসলন্দ মোড়লপাড়া থেকে গ্রেফতার করে বাসন থানা পুলিশ এবং ফয়সালকে গাজীপুরের চান্না মাহবুব স্কুল মোড় এলাকা থেকে গ্রেফতার করে বাসন থানা পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা তুহিন হত্যার সঙ্গে সরাসরি জড়িত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।