গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা এবং মৌলভীবাজারের ব্যবসায়ী শাহ ফজলুর রহমান রুবেল হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ জানিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো মানববন্ধন। শনিবার (৯ আগস্ট) বিকাল ৪টায় মৌলভীবাজার চৌমুহনা প্রাঙ্গণে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি এডভোকেট ডা. আবু তাহের এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম। মানববন্ধনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম শেফুল, বিএনপি নেতা মতিন বক্স, সহ-সভাপতি আনহার আহমদ সমশাদ, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি মোঃ রুমান আহমদ, এনসিপি নেতা এহসান জুবায়ের, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোনাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক পায়েল আহমদ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ তরফদার, দপ্তর সম্পাদক রাজন হোসেন, সহ-দপ্তর সম্পাদক রিপন মিয়া, সহ-দপ্তর সম্পাদক আলী আহমদ রিপন, প্রচার ও মিডিয়া সম্পাদক সৈয়দ শাহীন মিয়া, সহ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম সজিব, ক্রিয়া সম্পাদক অমিত মল্লিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
বক্তারা বলেন, নিহত সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায়ের নির্ভীক কণ্ঠস্বর। তার হত্যাকাণ্ড শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো জাতির জন্যই গভীর শোক ও ক্ষোভের বিষয়। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। পাশাপাশি দেশের প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়াও মৌলভীবাজার ব্যবসায়ী ও সংগঠনের সদস্য শাহ তৌহিদুর রহমানের পিতা শাহ ফজলুর রহমান রুবেল হত্যার ঘটনায় দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। মানববন্ধনে মৌলভীবাজারের বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।