লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে ওয়াসি নামে এক হেফজ খানার শিক্ষার্থী পুকুরের পানিতে গোসল করতে নেমে মৃত্যুবরণ করেন। ঘটনাটি ঘটে ১৫ আগষ্ট শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময়। নিহত শিশু আধুনগর রশিদার ঘোনা মিয়াজি পাড়ার ওসমান গনি সওদাগরের পুত্র।
ঘটনার বিবরণে জানা যায়, নিহত শিশু ওয়াসি শাহ আকতারিয়া হেফজ খানার শিক্ষার্থী। হেফজখানা ও নিহত শিশুর বাড়ী পাশাপাশি। আজ যে কোন এক সময় হেফজখানা সংলগ্ন সামনের পুকুরে গোসল করতে নামে শিশু ওয়াসি। তাকে বহু খুঁজাখুঁজি করে পাওয়া যায় নাই।
পরক্ষনে ওয়াসির দেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাই স্থানীয় লোকজন। তখনই তাকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন মর্মান্তিক মৃত্যুতে আত্মীয় স্বজন সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকেল বেলা জানাজা শেষে নিহত শিশু ওয়াসিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।