 
																
								
                                    
									
                                 
							
							 
                    মোংলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দেশনেত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মোঃ জুলফিকার আলী। আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিকসহ অন্যান্যরা।
দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠিত হয়েছে পৌরসভার সকল মসজিদেও।