 
																
								
                                    
									
                                 
							
							 
                    বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে চেরাগ আলী এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুবেল প্রধান এবং পরিচালনা করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মিয়া, শাকিল হোসেন, বিল্লাল হোসেন, সাইফুল হোসেন খান মিল্টন, মোঃ মনির হোসেন, এস এম স্বপন, রেজভী, আমজাদ হোসেন, মিজানুর রহমান, শাহিন তালুকদার, লোকমান, হাসান, রাসেদুল ইসলাম বাবু, কবির হোসেন, আনিসুল রহমান, ফজলুল রহমান, আব্দুল হালিম, ইকবাল হোসেন, আমিনুল ইসলাম কাউসার, সাইদুর রহমান রাজিব প্রমুখ।
র্যালিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের আন্দোলন চলবে। তারা সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার আহ্বান জানান এবং প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানান।