 
																
								
                                    
									
                                 
							
							 
                    মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মোংলা পৌর শাখার আয়োজনে বুধবার (২০ আগস্ট) মোংলা পৌর চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়। সেখানে দলটির পক্ষ থেকে এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো:সাব্বির হোসেন সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসাইনুর রহমান তাজ, ও সঞ্চালনায়
মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুদ্দিন টুটুল, জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ নাইমুল ইসলাম সার্ভেয়ার, আরো উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবু হোসেন পনি, মোংলা উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: জামাল হোসেন, মোংলা যুবদল নেতা মো:মহাসিন পাটোয়ারী, সোহাগসহ এসময় জাতীয়তাবাদী সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।