শুক্রবার (২২ আগস্ট) ভোরে স্থানীয়রা তাদের আটক করে এবং পরে কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটকের বিস্তারিত নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর গ্রামের কান্দাপাড়ার রুকনের বাড়ি থেকে এই তিনজনকে আটক করা হয়।
প্রথমে স্থানীয় বাসিন্দারা ভোর ৪টার দিকে তাদের হাতেনাতে ধরে। পরে সকাল ১১:৩০ টায় কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ এসে তাদের নিয়ে যায়। আটককৃতদের পরিচয় আটককৃতরা হলেন: আফরোজা আক্তার জাহুরা, ফতেপুর গ্রামের সোলাইমানের স্ত্রী। রুকন মিয়া, ফতেপুর গ্রামের মৃত মোতালেবের ছেলে।
নুসরাত রহমান, কিশোরগঞ্জের তাড়াইল থানাধীন শহীদুল ইসলাম দুলালের স্ত্রী। এছাড়াও, মৃত ইউসুফের ছেলে রবি মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এলাকাবাসী ও পুলিশের বক্তব্য স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও নারী দেহ ব্যবসা চালিয়ে আসছিল, যা স্থানীয় যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছিল।
কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক ও দেহ ব্যবসার অভিযোগ রয়েছে এবং তাদেরকে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।