 
																
								
                                    
									
                                 
							
							 
                    হোমিওপ্যাথি পৃথিবীর ইতিহাসে সস্তা, নিরাপদ ও সহজলভ্য চিকিৎসা পদ্ধতি হিসেবে মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ আগস্ট শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আমিরাবাদ নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লোহাগাড়া হোমিওপ্যাথিক পেশাজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব জসিম উদ্দিন, ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন সংগঠনের সভাপতি জনাব ডাক্তার আবেদুর রহমান।
চিকিৎসা প্রদান করেন বিশিষ্ট চিকিৎসক সংগঠনের সহ-সভাপতি জনাব ডাক্তার জামাল উদ্দিন, সংগঠনের সেক্রেটারী বিশিষ্ট চিকিৎসক ও সংগঠক জনাব ডাক্তার আখতার আহমেদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ও সংগঠক ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার তৌহিদুল ইসলাম, অর্থ সম্পাদক ডাক্তার অরুণ কান্তি পাল, প্রচার প্রকাশনা সম্পাদক ডাক্তার স্বপন বড়ুয়া, সদস্য ডাক্তার এইচ এম ছফি উল্লাহ নোমান, ডাক্তার তরুণ কান্তি পাল, ডাক্তার স্বপ্না দেবি, তপন কুমার সুশীল, ডাক্তার নুরুল আমিন, ডাক্তার নাহিদা সুলতানা, ডাক্তার মাইমুনা সহ আরো অন্যান্য চিকিৎসক বৃন্দ।
এই দিন প্রায় ৫৬০ জন মত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ইনশাআল্লাহ আগামীতে আরো ৮ ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। সময় ও তারিখ সংগঠনের পক্ষ থেকে প্রচারের মাধ্যমে জানায়ে দেওয়া হবে।