 
																
								
                                    
									
                                 
							
							 
                    আল-আরাফাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এ জাতীয় পর্যায়ে বিজয় অর্জন করে নাফিউ আহমেদ নাফিউ নেত্রকোনার গৌরব বৃদ্ধি করেছে। এই মেধাবী শিক্ষার্থী হলি চাইল্ড একাডেমির ৫ম শ্রেণির ছাত্র। তার এই সাফল্য ব্যক্তিগত মেধা ও কঠোর পরিশ্রমের ফল। একই সাথে, এটি তার শিক্ষাপ্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষাব্যবস্থারও পরিচায়ক।
শুরুর দিকে, নাফিউ ২৯শে আগস্ট অনুষ্ঠিত নেত্রকোণা আঞ্চলিক রাউন্ডে জয়লাভ করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ অর্জন করে। এরপর সে ৫ই সেপ্টেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (IUBAT) আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও মেধার স্বাক্ষর রাখে। প্রাইমারি ক্যাটাগরিতে নাফিউর এই বিজয় তার উজ্জ্বল ভবিষ্যতের পথ খুলে দিয়েছে।
নাফিউর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে হলি চাইল্ড একাডেমির পরিচালক মিসেস মনোয়ারা বেগম বলেন, “নাফিউর এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তার এই জয় শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং সমগ্র নেত্রকোনা জেলার জন্য একটি বিরাট অর্জন। নাফিউর কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং বিজ্ঞান বিষয়ে আগ্রহ সত্যিই প্রশংসার যোগ্য। আমরা আশা করি, সে ভবিষ্যতে আরও বড় বড় সাফল্য অর্জন করবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে।”