নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মানুষ বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দুর্বল যোগাযোগ ও ব্যবসা: লোডশেডিংয়ের কারণে অটোরিকশা চার্জ দেওয়া যাচ্ছে না, ফলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
বিদ্যুতের ওপর নির্ভরশীল ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ায় তারা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। ক্ষোভ ও অসন্তোষ: রাতে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ পেলেও গ্রাহকদের প্রতি মাসে অতিরিক্ত বিল দিতে হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।
বিদ্যুৎ বিভাগের বক্তব্য: বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে তারা বাধ্য হচ্ছেন।
বিকল্প ব্যবস্থা: এই পরিস্থিতিতে অনেকে আইপিএস (IPS) কিনছেন, কিন্তু লোডশেডিংয়ের কোনো নির্দিষ্ট সময়সূচি না থাকায় আইপিএসের ব্যাটারি চার্জ করা নিয়েও তারা দুশ্চিন্তায় রয়েছেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।