 
																
								
                                    
									
                                 
							
							 
                    চাঁদের স্নিগ্ধ আলোয়,
প্রকৃতির সাথে আলাপন।
জোছনা রাতের মৃদু হাওয়া,
জাগিয়ে তোলে শিহরন
উদাস করা হাওয়ায়,
ভেসে আসে হাসনাহেনার ঘ্রাণ।
চারিদিকে নিঃস্তব্ধত প্রকৃতি,
মাঝে মাঝে শুনা যায় ঝিঁঝি পোকার গান।
রাত-গহিনে খেচর দের পাদচারণ,
মিটি মিটি আলো নিয়ে জোনাকির বিচরণ।
অপরুপ প্রকৃতির মাঝে,
নিজেকে যখন হারায়ে।
ঝোপের মাঝে ডাহুকের ডাক,
চেতনা নিয়ে আসে ফিরায়ে।
রাতের ঐ নিরবতা ভাঙে দিয়ে-
পাখিদের গান।
ভোর বিহনে মিনার হতে ভেসে আাসে-
সু-মধুর আজান।
শুরুহয় দিনটা,
ঘোষণা দিয়ে আল্লাহ মহান।
ঘুমিয়ে থাকা প্রকৃতিটা,
ফিরিয়ে পায় প্রাণ।
নব সাজে প্রকৃতি দিয়ে ওঠে সাড়া।
বিদায় নেয় রাতের প্রকৃতিতে ছিলো যারা।
দিনের আলোয় ছুটোছুটি,
যারা যার কাজে।
নিজেকে তখন হারিয়ে ফলে,
আপন কাজের ভীড়ে।
দিন গড়িয়ে রাত্রি যখন আসে,
দিনের প্রকৃতি লুকিয়ে যায়,
নিকষ রাতের কোলে।
লেখক, কবি- এম,এম, কুতুবুল আলম