 
																
								
                                    
									
                                 
							
							 
                    রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং-এর একটি ফ্ল্যাটের মালিকানা যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের বলে আদালতে জমা দেওয়া নথিপত্রে প্রমাণ মিলেছে। রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে রাজউকের প্লট দুর্নীতির মামলার চতুর্থ দিনের শুনানিতে ইস্টার্ন হাউজিং লিমিটেডের তিন কর্মকর্তা- নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটর শেখ শমশের আলী এবং সহকারী নির্বাহী হিমেল চন্দ্র দাস- এমন সাক্ষ্য দেন।
এছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান এদিন সাক্ষ্য দেন।
এ মামলায় এখন পর্যন্ত ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ভাগনি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ আরও অনেকে।
সাক্ষীরা জানিয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আত্মীয় টিউলিপ সিদ্দিকের প্রভাবের কারণে পূর্বাচলে ৩০ কাঠা জমি অনিয়মভাবে বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছিলেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে ৬ অক্টোবর।