মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন ফায়ার সার্ভিসের এক নিবেদিতপ্রাণ কর্মী। গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
নেত্রকোণার- কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের, – পিজাহাতী গ্রামের- শামীম আহমেদ (রুকেল) তার পিতার নাম-সাহেবের বাপ। প্রায় ২২ বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত শামীম, নিজের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকালে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। শামীমের ছোটবেলার বন্ধু প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঁইয়া তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শামীমের এমন আত্মত্যাগে ফায়ার সার্ভিস পরিবারসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।
শামীম আহমেদের এই অসামান্য সাহসিকতা এবং আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।