গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, নেত্রকোণা সদর উপজেলার চকপাড়া নিবাসী এবং সাবেক নেত্রকোণা পৌরসভার চেয়ারম্যান মরহুম আব্বাস আলী খান সাহেবের পুত্র, নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খান সাহেবের ছোট ভাই শাহিন খান আর নেই।
আজ সন্ধা ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল ফরমাইয়াছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম শাহিন খান ছিলেন নেত্রকোণা ক্রীড়াঙ্গনে এক সময়ে একজন ভালো ফুটবল খেলোয়াড় এবং পরবর্তীতে প্রখ্যাত শ্রমিক নেতা হিসেবে এলাকায় সুপরিচিত। তাঁর মৃত্যুতে নেত্রকোণা অঞ্চলের ক্রীড়া ও শ্রমিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করেন।
আমিন।