 
																
								
                                    
									
                                 
							
							 
                    নেত্রকোণা জেলার কেন্দুয়ায় নারিকেল পাড়তে গিয়ে মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের উপরেই প্রাণ গেল কিশোর সিফাত নামের এক যুবকের।
আজ শুক্রবার সকালে কেন্দুয়া উপজেলাধীন বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৪ বছর বয়সী কিশোর সিফাত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। সে ওই গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত আজ সকাল আনুমানিক ৭ ঘটিকার সময় বাড়ির নারিকেল গাছে নারিকেল পাড়ার জন্য ওঠে।
নারিকেল পাড়ার একদম শেষ মুহূর্তে হাতে থাকা দা দিয়ে নারিকেল গাছের একটি কাঁচা ডাল কাটার সময় অসাবধানতাবশত ডালটি বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তের মধ্যে পুরো নারিকেল গাছটি বিদ্যুতায়িত হয়ে যায়।
তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত নারিকেল গাছের উপরেই মারা যায়। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। পরে কেন্দুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সিফাতের মৃতদেহ নারিকেল গাছ থেকে নামিয়ে আনেন।
এক একটি অপমৃত্যু এক একটি পরিবারের জন্য বয়ে আনে সীমাহীন আর্তনাদ। এই ঘটনায় সরাপাড়া গ্রামসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।