 
																
								
                                    
									
                                 
							
							 
                    ৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় লোহাগাড়া সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুন্সি পাড়ায় ক্লাসিক্যাল সুইটস নামে মিষ্টি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় নিম্ন মানের উপকরণ দিয়ে মিষ্টি তৈরি করতে দেখা যায়। এসময় স্বাস্থ্য বিভাগের স্যানেটারী ইন্সপেক্টর মোহাম্মদ শের আলীর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত আতিকুল্লাহ চৌধুরীকে একলক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। পরিশোধ করতে ব্যর্থ হইলে এক মাসের জেল ও প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সময়ে পাঁচশত কেজি মত ভেজাল মিষ্টি ও উপকরণ ডোবার পানিতে ডুবিয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন সহ পুলিশ সদস্য, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। স্থানীয়রা জানান, অনেকদিন ধরে লাইসেন্স বিহীন ওই কারখানায় নিম্ন মানের মিষ্টি তৈরি হচ্ছিল। প্রশাসনের এই পদক্ষেপ জনগণ সন্তুষ্টি প্রকাশ করে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।