মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল কাশেম সাহেব পবিত্র ওমরা হজ পালন শেষে দেশে ফেরত আসা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তিন নম্বর বার হলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞ পিপি অ্যাডভোকেট ডক্টর আব্দুল মতিন চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামরেল আহমদ চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল আহমদসহ অন্যান্য সিনিয়র আইনজীবী ও সর্বস্তরের বিজ্ঞ আইনজীবীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ড. মুহাম্মদ আবু তাহের এবং দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট জনাব হাবিবুর রহমান।
দীর্ঘদিন যাবত অসুস্থ বিশিষ্ট লেখক ও গবেষক, বিজ্ঞ সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব সাহেবের জন্যও বিশেষ দোয়া করা হয়।