 
																
								
                                    
									
                                 
							
							 
                    মানবাধিকার কর্মী – মো. ইকবাল কবির বাংলাদেশ প্রেস ক্লাব, নেত্রকোনা জেলা শাখার সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় তার কর্মদক্ষতা বিবেচনা করে গত ৬ অক্টোবর ২০২৫ ইং তারিখে সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করে।
মো. ইকবাল কবির বর্তমানে “দৈনিক স্বাধীন বার্তার” জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। (সাবেক, যুগ্ম সাধারণ সম্পাদক, ছিলেন, নিরাপদ সড়ক চাই, নেত্রকোণা জেলা কমিটি)
সংগঠনের পরিচিতি ও লক্ষ্য:
সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব (রেজি; নং ৯৮৭৩৬/১২)-এর মূল লক্ষ্য হলো ‘জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতায় নিরাপত্তা।’ বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সারাদেশে নেতৃত্ব দিচ্ছেন। বর্তমানে সারাদেশে সংগঠনটির ৭০০ শাখা কমিটি রয়েছে।
নেত্রকোনা শাখার নেতৃত্ব কাঠামো:
নব-মনোনীত সহ-সভাপতি মো. ইকবাল কবির ছাড়াও নেত্রকোনা জেলা শাখায় অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন:
সভাপতি: মাহমুদুল হাসান (শামীম তালুকদার)। তিনি বাংলাদেশ প্রেস ক্লাব, ময়মনসিংহ বিভাগীয় কমিটিরও সভাপতি এবং দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো চীফ ও দৈনিক নেত্রপ্রকাশ পত্রিকার প্রকাশক। 
সাধারণ সম্পাদক: মহিউদ্দিন তালুকদার (দৈনিক বাংলাদেশ পরিক্রমা পত্রিকার জেলা প্রতিনিধি)।
তথ্য বিষয়ক সম্পাদক: সুস্থির সরকার (দৈনিক দেশ বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি)।
নব-মনোনীত সহ-সভাপতি মো. ইকবাল কবিরকে সংগঠনের সকল সদস্য ও সাংবাদিক মহল উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে “দৈনিক স্বাধীন বার্তা” পরিবারের পক্ষ থেকে স্নিগ্ধ শুভেচ্ছা।