1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈর-ধামরাই সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কান্দাপাড়ায় ঝরল এক প্রাণ সীমান্তে ফের বড় সাফল্য, ১ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালান জব্দ করল ৪৯ বিজিবি অবশেষে যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান: তুরস্কের ঘোষণা যৌন কেলেঙ্কারির জের: ‘প্রিন্স’ মর্যাদা ও রাজপ্রাসাদে ঠাঁই হারাচ্ছেন অ্যান্ড্রু যুদ্ধবিরতির পর গাজায় ২৪ হাজার টন ত্রাণ পৌঁছেছে: জাতিসংঘ প্রবাস নয়, দেশেই ‘কমলা’ চাষে ভাগ্য বদল শার্শার আবু হানিফের কাশি দিয়ে ধরা পড়লেন, খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক যশোরে ফের ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক নেত্রকোনায় সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন তারেক রহমান — প্রস্তুত বিএনপি

কেন্দুয়ায় ঐতিহাসিক পথসভা: “সমাজ বদলাবে, যদি আমরা বদলাই”

ইকবাল কবির, জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নেত্রকোণার কেন্দুয়ায় সামাজিক অবক্ষয় রোধে মাদক, জুয়া ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক পথসভা অনুষ্ঠিত হয়েছে। “মাদক, জুয়া ও ইভ টিজিংমুক্ত সমাজ গড়ি – সুস্থ প্রজন্ম চাই” স্লোগানকে সামনে রেখে সদাচার সামাজিক সংস্থা (সসাস) সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিকেলে রামপুর বাজার চৌরাস্তায় এই সভার আয়োজন করে।

এটি ছিল কেবল একটি সভা নয়, বরং সমাজের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অঙ্গীকারের এক মঞ্চ। প্রশাসন ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিসদাচার সামাজিক সংস্থা (নিবন্ধন নং: নেত্র-০৭০১) আয়োজিত।

এই সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার (এএসপি), কেন্দুয়া সার্কেল, নেত্রকোণা।
  • নাজমুল হক, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা।
  • মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), কেন্দুয়া থানা।

সভায় সভাপতিত্ব করেন সসাসের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন বক্তারা মাদক, জুয়া ও ইভ টিজিংয়ের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তারা জানান, এসব অপরাধ সমাজের মূল্যবোধ ও যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। প্রধান অতিথি ইমদাদুল হক তালুকদার বলেন, “শুধু প্রশাসনের একার পক্ষে এসব অপরাধ দমন সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধভাবে সচেতন হতে হবে।

একত্রে প্রতিরোধ গড়ে তুললে এই ব্যাধি নির্মূল সম্ভব।” সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই সভা কেবল বক্তৃতার মঞ্চ নয়, এটি একটি অঙ্গীকার। যারা এসব অপরাধে জড়িত, তারা এখনই সংশোধন হোন।

সমাজ জেগে উঠেছে, আর আইন প্রয়োগকারী সংস্থা কঠোর অবস্থানে রয়েছে।” অন্যান্য বক্তারা পরিবারকে নৈতিকতা ও সদাচারের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন, যা অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণ-অঙ্গীকারের মঞ্চসভায় শিক্ষক, শিক্ষার্থী, তরুণ প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দল-মত নির্বিশেষে সকলে মাদক, জুয়া ও ইভ টিজিংমুক্ত সমাজ গড়ার প্রতিজ্ঞা করেন। সসাস দীর্ঘদিন ধরে কেন্দুয়ায় সামাজিক উন্নয়ন ও নৈতিকতা বিষয়ক কার্যক্রম চালিয়ে আসছে। তাদের স্লোগান “সুন্দর সমাজ গড়তে চাই – মাদকমুক্ত বাংলাদেশ চাই” এই সভায় প্রতিফলিত হয়েছে।

আশার আলোপথসভার শেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, রামপুর বাজার থেকে শুরু হওয়া এই উদ্যোগ একটি মাইলফলক হবে। এটি কেন্দুয়াসহ পুরো নেত্রকোণায় সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গঠনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon