1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈর-ধামরাই সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কান্দাপাড়ায় ঝরল এক প্রাণ সীমান্তে ফের বড় সাফল্য, ১ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালান জব্দ করল ৪৯ বিজিবি অবশেষে যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান: তুরস্কের ঘোষণা যৌন কেলেঙ্কারির জের: ‘প্রিন্স’ মর্যাদা ও রাজপ্রাসাদে ঠাঁই হারাচ্ছেন অ্যান্ড্রু যুদ্ধবিরতির পর গাজায় ২৪ হাজার টন ত্রাণ পৌঁছেছে: জাতিসংঘ প্রবাস নয়, দেশেই ‘কমলা’ চাষে ভাগ্য বদল শার্শার আবু হানিফের কাশি দিয়ে ধরা পড়লেন, খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক যশোরে ফের ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক নেত্রকোনায় সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন তারেক রহমান — প্রস্তুত বিএনপি

মৌলভীবাজার জেলা পরিষদের ২৪ প্রকল্পে ৭২ লক্ষ টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন

আলী মোহাম্মদ, জেলা, (মৌলভীবাজার) প্রতিনিধি :
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মৌলভীবাজার জেলা পরিষদের আওতায় ২৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৭২ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ অনুমোদন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। চলতি ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে ৫ অক্টোবর ২০২৫ তারিখে (নম্বর: ৪৬.০০.০০০০.০০০.০৪২.১৪.০০৯৩.২৫ (অংশ–২), ২১৭০) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে এই অর্থ এককালীন অবমুক্ত করা হয়েছে।

নথি অনুযায়ী, বরাদ্দের আওতায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান যেমন মসজিদ, মন্দির ও মাদ্রাসার সংস্কার, উন্নয়ন ও নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হবে। প্রতিটি প্রকল্পের জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ৩ লক্ষ টাকা করে।

এ তালিকায় রয়েছে— শ্রীমঙ্গলের বাভনপুর জামে মসজিদ, শ্রী শ্রী রাধানাথ জিউর মন্দির, গন্ধর্বপুর রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির, ইসলামাড়া জামে মসজিদ, সবুজবাগ কালি মন্দির, পুরানগাঁও জামে মসজিদ, পূর্ব টিকরিয়া ইসলামপুর জামে মসজিদ, হোসেনাবাদ জগন্নাথ মন্দির, পূর্ব সুজাউল মসজিদের ওজুখানা ও সাইড দেয়াল নির্মাণ, বড়লেখা শাহবাজপুর হাফিজিয়া মাদ্রাসা এবং জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইবতেদায়ী মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্পসহ মোট ২৪টি প্রতিষ্ঠান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই অর্থ বার্ষিক উন্নয়ন বাজেটের মঞ্জুরি নং–৩৪, হিসাব খাত ১৩৭–১৩৭০১–২২১০০০৬০০/৪১১১৩১৭ ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ থেকে ব্যয় করা হবে।

অর্থ বিভাগের ২৪ জুলাই ২০২৫ তারিখের স্মারক নং ০৭.১১১.০১৪.০১.০১.০০৬.২০১১–৩১৬ অনুযায়ী প্রদত্ত সম্মতির প্রেক্ষিতে এই বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এটি জেলা পরিষদ উন্নয়ন সহায়তা খাতের অধীনে চলতি অর্থবছরের প্রথম কিস্তির অর্থ ছাড়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্ধারিত শর্ত ও সময়সীমা অনুসারে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে এবং বরাদ্দপ্রাপ্ত অর্থের সঠিক ব্যবহারের বিষয়ে জেলা পরিষদকে নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon