মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-সুন্দরবন সংলগ্ন মোংলা থানার চিলা ইউনিয়নের জয়মনি ৭ নং ওয়ার্ডের মোংলা সাইলো পাশাপাশি স্হান থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে চাঁদপাই নৌ থানা।
লাশ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে চাঁদপাই নৌ থানার অফিসার ইনচার্জ মোঃআবুল হোসেন শরীফ বলেন,১৪ মে রাত আনুমানিক ৩ টার সময় স্হানীয় জেলে মোঃমধু সরদার ও একই এলাকার সাদ্দাম ফরাজি আমাকে ফোনে জানায়।
উক্ত সংবাদের ভিত্তিতে আমি ও আমার এস আই ও ফোর্স সহ ঘটনা স্হানে পৌছাই।ঘটনা স্হানে গিয়ে আমরা অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পাই।লাশটি উদ্ধার করে চাঁদপাই নৌ থানায় নিয়ে আসা হয়।লাশটির দুই পায়ে পাথর বাঁধা মাঝায় ইট বাঁধা ও মাথা থেঁতলানো ছিল।প্রাথমিক ভাবে বোঝা যায় হত্যা করে লাশটি নদীতে গুম করার জন্য এমন নির্মম হত্যা করেছে। পরে লাশটি মোংলা থানা পুলিশ এসে নিয়ে যায়।