মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ ৩১শে মে (রবিবার) সকাল ৮টার সময় চাঁদপাই রেন্জ্ঞের সুন্দরবন সংলগ্ন মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের ৯ নং ওয়ার্ডের মোঃমোশারেফ শেখের বাড়ি থেকে ৫ হাতের বেশি (৮ফুট) একটি অজগর সাপ উদ্ধার করা হয়।
উদ্ধার কাজে উপস্হিত ছিলেন ভিটিআরটি মোঃআবু সাইদ শেখ,মোঃমোস্তফা মৃধা,সিপিজি মোঃএনামুল সরদার এছাড়া ও ওয়াইল্ডটিমের প্রতিনিধি মোঃহানিফ মল্লিক উপস্হিত ছিলেন।তিনি জানান,অজগর সাপটিকে উদ্ধার করে চাঁদপাই রেন্জ্ঞের নেতৃত্বে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
এই বিষয়ে ওয়াইল্ডটিমের ষ্টাফ সাইফুল ইসলাম বলেন,ওয়াইল্ডটিম ২০০৭ সাল থেকে সুন্দরবন ও সুন্দরবনে বন্যপ্রানী সংরক্ষণে কাজ করে আসছে।তারই ধারাবাহিতায় প্রতিনিয়ত সুন্দরবন থেকে আসা বন্যপ্রানী উদ্ধার করে বনবিভাগের নেতৃত্বে বন্যপ্রানী সুন্দরবনে অবমুক্ত করে থাকেন।