মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন শিথিল করা হয়েছে।মোংলাবাসীর নিরাপত্তার কথা ভেবে কঠোর অবস্হানে থাকছে মোংলা থানা পুলিশ।জনসচেতনতা মুলক কর্মকাণ্ড, জনসাধারণের নিরাপদে চলাচল সর্বদা মাঠে ছিলেন মোংলা থানা পুলিশ এখন ও আছেন।
মোংলা থানা অফিসার ইনচার্জ জনাব ইকবাল বাহার চৌধুরী এক বিবৃতিতে বলেন—
সু-প্রিয় মোংলা বাসি,
আসসালামুআলাইকুম,আপনারা অবগত আছেন যে,সরকারি সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন শিথিল করা হয়েছে।তার মানে এই নয় যে,করোনা ভাইরাস আর সংক্রমণ হবে না।বরং পূর্বের তুলনায় এখন কোভিট-১৯ সংক্রমণের হার অনেক বেশি,সামাজিক দুরত্ব বজায় রাখুন।মাস্ক,হ্যান্ড গ্লোভস,হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।বারবার সাবান দিয়ে হাত ধৌত করুন।মাস্ক ব্যতীত কেউ জনসম্মুখে আসলে আইনের আওতায় আনা হবে।
মোংলা বাসিদের কোভিট-১৯ এর সংক্রমণ হতে সুরক্ষার জন্য কতিপয় নির্দেশনা পালনের জন্য অনুরোধ করা হল।
বাজার সংক্রান্ত নির্দেশনা সমুহঃ-
#সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত সকল দোকান খোলা থাকবে।
#শিশু এবং অতি বৃদ্ধ ব্যক্তি বাজার করতে আসবেন না।
#শুক্রবার নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ব্যতীত অনান্য দোকান বন্ধ থাকবে।
#সোম ও বুধবার কেবলমাত্র সন্মানিতা মহিলাগন বাজার করিবে।প্রকাশ থাকে যে,সাথে কোন শিশু আনিবেন না।
#বাকি ০৪ দিন অর্থাৎ শনি,রবি,মঙ্গল ও বৃহস্পতিবার সন্মানিত পুরুষ সদস্য গন বাজার করবেন।
#চায়ের দোকানে চা ব্যতীত অন্য সমস্ত কিছু বেচা কেনা হবে।দোকানের সামনে বসার ব্যাবস্হা থাকবে না।
পরিবহণ সংক্রান্তে নির্দেশনা সমুহঃ-
#ভ্যানঃ-সামনে ১ পিছনে ১ দুইজন যাত্রী বসবেন।তবে একই পরিবারের সদস্য হলে দুইয়ের অধিক যাত্রী বসতে পারবেন।
#ইজিবাইকঃ-চালকের পাশে কোন যাত্রী বসতে পারবে না।ভিতরে পাটিশন দিয়ে ৪ জন যাত্রী বসবেন।
#মাহেন্দ্রঃ-চালকের পাশে কোন যাত্রী বসতে পারবে না।মাঝখানে পাটিশন দিয়ে ৩ জন যাত্রী বসতে পারবে। পিছনে ২ জন যাত্রী বসবেন।
#মোটরসাইকেলঃ-চালক রেইনকোট পরিধান করবেন এবং একজন যাত্রী বহন করবেন।কাগজ সঠিক থাকতে হবে।
মনে রাখবেন ভোগবিলাসিতার চেয়ে আপনার জীবনের মূল্য অনেক বেশি।ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
অনুরোধক্রমে,
অফিসার ইনচার্জ
মোংলা থানা বাগেরহাট।