আসফিয়া তাসলিম, রাজবাড়ি প্রতিনিধিঃ গতকাল রবিবার বেলা ১১ টার পর প্রকাশ করা হয় ২০২০ সালের মাধ্যমিক/ এসএসসি রেজাল্ট। একইসাথে মাধ্যমিক ফলাফল ২০২০ সহ সমমানের দাখিল ফলাফল ২০২০ এবং ভোকেশনাল ফলাফল ২০২০ প্রকাশিত হয়। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮২.৮৭ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী।
গতবার ছিলো ৮২ দশমিক ২০ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিলো ১ লাখ ০৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। রবিবার সকাল ১০ টায়, এসএসসি-সমমান রেজাল্ট এর পরিসংখ্যান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন শিক্ষা মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী কার্যক্রম উদ্বোধন করে সংক্ষেপে ফল ঘোষণা করেন।
তারপর দুপুর ১১ টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেইসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরে ব্রিফিং করেন।দেশের ইতিহাসে এবার প্রথম, রেজিস্ট্রেশনকৃত মোবাইলের মেসেজে রেজাল্ট দিয়েছে সকল বোর্ড। পাসের হারে এবারো এগিয়ে আছে ছাত্রীরা। ছাত্রদের পাসের হার যেখানে ৮১.৬৩ %, সেখানে ছাত্রীদের মধ্যে ৮৪.১০% পাস করেছে।