আল মামুন রনি, আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ জুন) বেসরকারি হাসপাতাল বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার ছেলে তানভীর শাকিল জয় এই গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ এর সাবেক সাংসদ আব্দুর রহমান। তিনি বলেন -মোহাম্মদ নাসিমের মৃত্যু আওয়ামীলীগের জন্য অপূরনিয় ক্ষতি।মরহুমের পরিবারকে আল্লাহ এই শোক কাটিয়ে ওঠার মত ধৈর্য দিন